বাজেট নিয়ে অচলাবস্থায় রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের সমঝোতায় ব্যর্থতার কারণে শাটডাউনে গেছে যুক্তরাষ্ট্র সরকার। এতে কেন্দ্রীয় সরকারের প্রায় ৪০ শতাংশ কর্মী, অর্থাৎ প্রায় সাড়ে ৭ লাখ মানুষ অবৈতনিক ছুটিতে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন। সরকারি কার্যক্রমে অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রায় নানা সমস্যার আশঙ্কা দেখা দিয়েছে। শাটডাউনে সবচেয়ে বড় প্রভাব পড়বে সরকারি কর্মীদের ওপর। যাঁরা ‘অপরিহার্য’ হিসেবে কাজ চালিয়ে যাবেন, তারাও বেতন পাবেন না। ফলে অনেককে জীবিকার জন্য বিকল্প চাকরির সন্ধান করতে হতে পারে। প্রতিরক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, পররাষ্ট্র ও নাসা—এই পাঁচটি বিভাগে সর্বাধিক কর্মী বরখাস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কর্মী ছাঁটাইয়ের কারণে সিডিসি ও এনআইএইচের মতো সংস্থার চলমান গবেষণা বন্ধ হয়ে যেতে পারে। ভ্রমণেও ভোগান্তি বাড়বে। শাটডাউনের কারণে বিমানবন্দরে নিরাপত্তা চেকিংয়ের লাইনে সময় লাগবে বেশি। টিএসএ ও এয়ার ট্রাফিক কন্ট্রোল কর্মীরা কাজে...