ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিয়ে যাওয়া বৈশ্বিক উদ্যোগ ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র অন্তত ১৩টি নৌযান সাগরে আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে। ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে জানান, ১৩টি নৌযানে ছিলেন ২০১ জনের বেশি অধিকারকর্মী। তাঁদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন রয়েছেন। তিনি আরও জানান, আটকের পরও অভিযান থেমে নেই। প্রায় ৩০টি নৌযান এখনো গাজার উপকূলের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। “তারা দৃঢ়প্রতিজ্ঞ, অনুপ্রাণিত। ভোরের মধ্যে অবরোধ ভেঙে গাজার উপকূলে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে,” লিখেছেন সাইফ। ইসরায়েলি বাহিনী বুধবার রাতে গাজা থেকে প্রায় ১২৯ কিলোমিটার দূরে ফ্লোটিলাটিতে বাধা দেয়। আটকে দেওয়া নৌযানের মধ্যে রয়েছে—দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু।...