আমরা বলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত যদি ভারত দেখতে চায় এবং শিখতে চায়, তবে সেটি তাদের বাংলাদেশে এসে শিখতে হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, কীভাবে বাংলাদেশে সব ধর্মের মানুষ উৎসবমুখরভাবে নিজ নিজ ধর্মের অনুষ্ঠান পালন করে তা বিশ্বে অনন্য দৃষ্টান্ত। বুধবার (১ অক্টোবর) রাতে দেবিদ্বার উপজেলার মোহনপুরে পূজামণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্টের পরে বিভিন্ন সময়ে হিন্দু-মুসলিমের মধ্যে যে সুসম্পর্ক রয়েছে তা বিনষ্ট করতে দেশি ও বিদেশি শক্তি তৎপরতা চালিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ ও ভারতীয় শক্তি— হিন্দুরা আমাদের দেশে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, তাদের জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে এমন চিত্র তুলে ধরে প্রপাগান্ডা চালানোর চেষ্টা করছে। এই এনসিপি নেতা হিন্দু সম্প্রদায়ের...