গাজার ওপর ইসরায়েলি আগ্রাসনে অঞ্চলটি যখন অবরুদ্ধ ও খাদ্য সংকটে ধুঁকছে — এবং সেখানকার হাজারো মানুষ মানবিক বিপর্যের মুখে পড়ছে — তখন গাজার উদ্দেশ্যে আন্তর্জাতিক সহায়তা বহর হিসেবে ৪৪টি দেশের সমন্বয়ে গঠিত ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ সিরিজভুক্ত নৌযান নিয়ে এগিয়ে যাচ্ছে। তবে এই বহরের পাহারায় ইতালির যুদ্ধজাহাজ আর থাকছে না; এমন পরিস্থিতিতে, সূত্রে বলা হচ্ছে, ইসরায়েল ফ্লোটিলার নৌবহর ডুবিয়ে দেবারও পরিকল্পনা করছে। ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ গাজার উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছানো মাত্রই অভিযান থেকে সরে যাবে। সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, এ ঘটনাটি স্থানীয় সময় রাত প্রায় ১২টার দিকে ঘটতে পারে। ওই বহরে বর্তমানে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান রয়েছে এবং তাতে প্রায় ৫০০-এর বেশি মানুষ আছেন — বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী এবং পরিবেশ আন্দোলনের পরিচিত...