আশঙ্কা ছিল আগেই—রাতের ঘন অন্ধকারে সেই আশঙ্কাই বড় বিপদ হয়ে নেমে এল। গাজা উপত্যকার কাছাকাছি পৌঁছাতেই আন্তর্জাতিক নৌবহরগ্লোবাল সুমুদ ফ্লোটিলারওপর ঝাঁপিয়ে পড়েছে দখলদার ইসরায়েলি সেনারা। ভূমধ্যসাগরে জোরপূর্বক ফ্লোটিলার ১৩টি নৌকা আটক করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। এসব নৌকা থেকে ৩৭ দেশের ২০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এরপরও অবরোধ ভাঙার মিশন চালিয়ে যাচ্ছে কাফেলার বাকি নৌকাগুলো। এ ঘটনায় ক্ষোভে ফুসছে ইউরোপজুড়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষ। ইতালিতে শুরু হয়েছে ধর্মঘট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার অবরোধ ভাঙতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরের ওপর হামলা চালিয়ে অন্তত ১৩টি নৌকা আটক করেছে ইসরায়েলি বাহিনী। এসব নৌকায় থাকা ৩৭ দেশের ২০১ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সুইডেনের মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গও আছেন। এছাড়া স্পেনের ৩০ জন,...