আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরে আজ যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। প্রথম ম্যাচে দলের প্রতিপক্ষ পাকিস্তান। তবে এই ম্যাচের আগে আইসিসি তুলে আনল ম্যাচের এক অভিনব দিক। দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর ফাতিমা সানা এক সময় সতীর্থও ছিলেন। সেই তাদেরকে একে অন্যের ‘বেস্ট ফ্রেন্ড’ আখ্যাও দেওয়া হলো আইসিসির সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফাতিমা সানার সঙ্গে জ্যোতির বন্ধুত্ব অনেক দিনের। ২০২৩ সালে ফেয়ারব্রেক টুর্নামেন্টে একই দলে খেলে দুজনের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। জ্যোতি বলেছেন, ‘আমরা খুব ভালো বন্ধু। একসঙ্গে খেললে অনেক কথা হয়, অনেক মজা হয়।’ ফাতিমাও জানিয়েছেন, ‘আমাদের মধ্যে মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকে। কিন্তু মাঠের বাইরে আমরা ভালো বন্ধু। সে আমাকে ব্যাটিং নিয়ে পরামর্শ দেয়, আত্মবিশ্বাস দেয়।’ তবে এই ফাতিমার দলের কাছে হেরেই রীতিমতো অস্তিত্বের সঙ্কটে পড়ে গিয়েছিল বাংলাদেশ।...