অস্ট্রেলিয়াকে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে ৪-১ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। চিলির ভালপারিসো স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে আলবিসেলেস্তেরা জয় নিয়ে ‘ডি’ গ্রুপে সবার উপরে অবস্থান করছে। প্রথম ম্যাচে কিউবাকে হারিয়েছিল ৩-১ ব্যবধানে। ম্যাচের তৃতীয় মিনিটে আলেরজো সারকো অস্ট্রেলিয়ার জালে বল জড়ান। প্রথমার্ধের শেষ মুহুর্তে, ৪৫ মিনিটে ব্যবধান আরও বাড়ান থমাস পেরেজ। দ্বিতীয়ার্ধে প্রথম ও একমাত্র গোলের দেখা পায় অজিরা। ৬৯ মিনিটে ড্যানিয়েল বিনি আর্জেন্টিনার জালে বল জড়ান। আর্জেন্টিনা বাকি দুই গোলে আসে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে। ছয় মিনিট যোগ করা সময়ের মধ্যে দুই গোল করে আর্জেন্টিনা। ইয়ান সুবাইব্রে ও সান্তিনিও যোগ করা সময়ের তিন...