আফগানিস্তানে ৪৮ ঘণ্টার ইন্টারনেট ব্ল্যাক আউটের পর তালেবান প্রধানমন্ত্রীর নির্দেশে ইন্টারনেট ফিরে আসায় শত শত আফগান রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করেছেন। বুধবার ১ অক্টোবর সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। বুধবার সন্ধ্যায় শত শত আফগান রাজধানী কাবুলের রাস্তায় নেমে ইন্টারনেট ফিরে আসার কথা ছড়িয়ে দিতে শুরু করেন। স্থানীয় সাংবাদিকরা জানান, যোগাযোগ পুনরায় শুরু হচ্ছে। অন্যদিকে ইন্টারনেট মনিটর নেটব্লকস জানায়, নেটওয়ার্ক ডেটা সংযোগের আংশিক পুনরুদ্ধার দেখিয়েছে। এর আগে গত সোমবার থেকে ৪৮ ঘণ্টার ইন্টারনেট ব্ল্যাকআউট ব্যবসা এবং বিমান চলাচল ব্যাহত করেছে এবং জরুরি পরিষেবাগুলোতেও অ্যাক্সেস সীমিত করেছে। ২০২১ সালে কট্টরপন্থী ইসলামী গোষ্ঠী ক্ষমতায় আসার পর থেকে তালেবান নারী ও মেয়েদের অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে এবং তাদের আরও বিচ্ছিন্ন করার আশঙ্কা তৈরি হয়েছে। একজন ইন্টারনেট ব্যবহারকারী জানান, ইন্টারনেট ফিরে...