১৩টি নৌকা আটকানো হয়েছে বলে জানানো হয়েছে। তাদের ছবিও প্রকাশ করা হয়েছে। এখনো ৩০টি নৌকা গাজার দিকে যাচ্ছে। গোটা বিশ্বের মানবাধিকার কর্মীরা কয়েক ডজন নৌকায় ক্রাণ নিয়ে গাজার দিকে রওনা হয়েছিলেন। বুধবার গাজা উপকূল থেকে কিছু দূরে ১৩টি নৌকা বা ফ্লোটিলা আটক করে ইসরায়েলের উপকূল বাহিনী। তবে এখনো ৩০টি নৌকা ইসরায়েলের দিকে যাচ্ছে বলে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন। অভিযোগ, গাজা উপকূল থেকে ৪৬ নটিকাল মাইল দূরে ওইনৌকাগুলিকেআটক করা হয়। ওই নৌকাগুলির লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে গেছে। যে মানবাধিকার কর্মীরা ওই নৌকাগুলিতে আছেন, তাদের সঙ্গে এখনো যোগাযোগ করা যায়নি বলেও অভিযোগ করা হয়েছে। ইসরায়েলের তরফে এখনো এবিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, গাজায় ত্রাণ সরবরাহের জন্য তারা যাচ্ছিলেন। বাকি ৩০টি নৌকা এখনো গাজার দিকে যাত্রা করছে বলেও তারা জানিয়েছেন। এদিকে...