চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের টাকার বিরোধকে কেন্দ্র করে অগ্নিদগ্ধ হওয়া শাহনাজ বেগম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছেলে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত নারী সুদি কারবারি নাছিমা বেগমের ঘরে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন। বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, জনতা সুদি কারবারি নাছিমা বেগমের দুটি ঘরে লুটপাট চালায় এবং একটি আধাপাকা বসতঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার (১ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শাহনাজের মৃত্যু হয়। ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যরা ও ফরিদগঞ্জ থানার ওসি শাহআলম ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা...