ইসরায়েলি বাহিনী গাজামুখী সহায়তাবাহী নৌবহরের ১৩টি নৌকা থামিয়ে দিয়েছে। তবে আয়োজকদের দাবি, এখনও ৩০টি নৌকা যুদ্ধবিধ্বস্ত গাজার দিকে যাত্রা করছে। বৃহস্পতিবার তারা এই তথ্য জানায়। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, নৌবহরের অন্যতম যাত্রী সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ সৈন্যদের মাঝে বসে আছেন। ইসরায়েলি মন্ত্রণালয় ‘এক্স’-এ লিখেছে, ‘হামাস-সুমুদ ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদে থামানো হয়েছে। যাত্রীদের ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে। গ্রেটা ও তার সঙ্গীরা সুস্থ ও নিরাপদ আছেন।’ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ওষুধ ও খাদ্য বহন করছিল। এতে ছিল ৪০টিরও বেশি নৌযান, প্রায় ৫০০ আইনজীবী, সংসদ সদস্য ও কর্মী। আয়োজকেরা টেলিগ্রামে ভিডিও পোস্ট করে বলেন, তাদের জোর করে ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। তারা জানান, তাদের লক্ষ্য ছিল অহিংস মানবিক সহায়তা। এই ফ্লোটিলা গাজার অবরোধের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতীক হয়ে...