০২ অক্টোবর ২০২৫, ১০:১৩ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১০:১৩ এএম কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় চলছে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আয়োজন। উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের মোট ৩৪টি মণ্ডপে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, প্রতিবছর দেবী দুর্গা অশুভ শক্তি দমন ও শুভ শক্তির প্রতিষ্ঠা করতে পৃথিবীতে আগমন করেন। ভক্তরা তাঁর আগমনে শান্তি, ভ্রাতৃত্ব ও ন্যায়ের জয় প্রত্যাশা করেন। এবার কুলিয়ারচর পৌরসভায় ১২টি, রামদিতে ৪টি, উছমানপুরে ৫টি, ছয়সূতীতে ৩টি, সালুয়ায় ৮টি এবং ফরিদপুর ইউনিয়নে ২টি মণ্ডপে পূজা হচ্ছে। তবে গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নে কোনো পূজামণ্ডপ নেই। উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি পীযূষ কান্তি ঘোষ জানান, গতবারের তুলনায় এ বছর একটি পূজামণ্ডপ বেড়েছে। উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কুলিয়ারচর থানার ওসি হেলাল উদ্দিন পিপিএম বলেন,...