এশিয়ার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শিপিং লেনে ফের আধিপত্য দেখাতে শুরু করেছে ইয়েমেনি হুথি বাহিনী। আডেন উপসাগরে ডাচ পতাকাবাহী একটি কার্গো জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা, যা বিশ্ব বাণিজ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। ডাচ পতাকাবাহী জাহাজে হামলা ও ক্ষয়ক্ষতিহুথিদের ছোঁড়া ক্রুজ মিসাইল হামলায় ডাচ পতাকাবাহী কার্গো জাহাজ ‘মিনার ভাগরাখর’ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি:এই হামলায় জাহাজের দুই নাবিক আহত হয়েছেন এবং জাহাজে আগুন লেগে তা সমুদ্রে ভেসে যাচ্ছিল। দ্রুত ১৯ জনকে জাহাজটি থেকে সরিয়ে নেওয়া হয়। হুথিদের দাবি:হুথিদের দাবি, জাহাজটি অধিকৃত ফিলিস্তিনে প্রবেশের নিষেধাজ্ঞা ভেঙেছিল। মালিকপক্ষের বিবৃতি:জাহাজের মালিকপক্ষ বলছে, তারা আন্তর্জাতিক সংস্থা ও বিশেষজ্ঞদের সঙ্গে জাহাজটিকে নিরাপদ করার জন্য কাজ করছে। কোম্পানির দাবি, নিরীহ নাগরিকদের উপর এই হামলা মানবিক বিপর্যয় এবং সমুদ্রপথের স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। হুথিদের লক্ষ্য:...