আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আর এই বিশ্বকাপকে সামনে রেখে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ব্রাজিল। চলতি মাসে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। আর এই ম্যাচকে সামনে রেখে বুধবার (১ অক্টোবর) রিও ডি জেনেইরোতে দল ঘোষণা করেছে কার্লো আনচেলত্তি। যেখানে ভিনিসিয়ুস-রদ্রিগোরা ফিরলেও এবারও জায়গা পাননি নেইমার জুনিয়র। ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপে নেইমারের উপস্থিতিতে ভালো পারফরম্যান্স করা নিয়ে সাবেক ফুটবলাররা এখনও আশার বীজ বুনছেন। তবে বাস্তবতা তার ঠিক বিপরীত। ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দল থেকে ইনজুরির কারণে ছিটকে পড়ার পর তিনি আর ফিরতে পারেননি। মাঝে ক্লাব বদল করে মাঠে নামা হলেও, জাতীয় দলের স্কোয়াড ঘোষণার সময়ই তাকে আটকে ধরে চোট। এবারও বাঁ পায়ের ঊরুতে ইনজুরি থাকায় তাকে দলে রাখেননি সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি।...