চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত শুরুর ধারাবাহিকতা বজায় রাখতে পারলো না ম্যানচেস্টার সিটি। আরলিং হালান্ডের প্রথমার্ধের জোড়া গোল সত্ত্বেও শেষ মুহূর্তে এরিক ডায়ারের পেনাল্টিতে এএস মোনাকোর সঙ্গে ২-২ গোলে ড্র করতে হয়েছে পেপ গার্দিওলার দলকে। মোনাকোর মাঠে শুরুটা ধীরগতির ছিল ম্যানসিটির। তবে ১৫ মিনিটে প্রথম বল ছুঁয়েই গোল করে বসেন হালান্ড। জশকো জিভারডিওলের উঁচু পাসে নরওয়েজিয়ান এই ফরোয়ার্ড দারুণ টাচে বল তুলে দেন গোলরক্ষক ফিলিপ কনের মাথার ওপর দিয়ে মোনাকোর জালে (১-০)। তবে এর তিন মিনিট পরই সমতা ফেরায় স্বাগতিকরা। ডাচ ডিফেন্ডার জর্ডান টিজে বক্সের বাইরে থেকে এক টাচ নিয়েই বাঁ-পায়ের দারুণ শটে বল জড়িয়ে দেন ম্যানসিটির জালে (১-১)। গোল হজম করলেও আক্রমণ চালিয়ে যেতে থাকে সিটি। ফিল ফোডেনের একটি জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ৪৪ মিনিটে নিকো ও’রেইলির উঁচুতে...