ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) মালিকানা পরিবর্তন হতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজটিতে সর্বশেষ আসরেই প্রথমবার আইপিএল শিরোপা জিতেছে। নতুন মালিকানা মানেই দলে আসবে পরিবর্তন। এমন পরিস্থিতিতে অনেকের প্রশ্ন, নতুন মালিকদের অধীনে কি বিরাট কোহলি খেলবেন? রাজত পাতিদারের নেতৃত্বে চলতি বছরের শুরুতে পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলের ১৮তম আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় আরসিবি। তবে শিরোপা উদযাপন ঘিরে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। গত ৪ জুন বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে মারা যান অন্তত ১১ জন সমর্থক, আহত হন পঞ্চাশেরও বেশি। ওই ঘটনার পর থেকেই দলের মালিকানা বিক্রির জল্পনা বাড়তে থাকে। আরসিবির বর্তমান মালিক ‘ইউনাইটেড স্পিরিটস’, যেটি মূলত ডিয়াজিও নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। ফ্র্যাঞ্চাইজটি কিনতে চাইছেন পুনের সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদার পুনাওয়ালা। তার সংস্থা তৈরি করেছিল কোভিডের টিকা...