শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরা জেলার বিভিন্ন পূজা মন্ডপসমূহ পরিদর্শন করেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম,পিপিএম । গতকাল বুধবার রাতে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন করতে মাগুরা জেলার বিভিন্ন পূজা মন্ডপ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে তিনি শ্রীপুরে এক বক্তব্যে সকলকে পরিস্থতি স্বাভাবিক রাখতে সক্রিয় থাকার আহবান জানান। মাগুরা জেলার সদর থানাধীন, শ্রীপুর, মহম্মদ পুর ও শালিখা থানার বিভিন্ন পূজা মন্ডপসমূহ সরজমিনে পরিদর্শন করেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম,পিপিএম । পুলিশ সুপার পূজা মন্ডপ পরিদর্শনকালে পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা...