টানা ছুটির সুযোগে কক্সবাজার শহরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বুধবার (১ অক্টোবর) থেকে শুরু হওয়া সরকারি ছুটি মিলিয়ে ৪ অক্টোবর পর্যন্ত টানা ছুটি পাচ্ছেন অনেকেই।এ সুযোগ কাজে লাগিয়ে পর্যটকের ঢল নেমেছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য কক্সবাজার সমুদ্রসৈকতে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত অধিকাংশ হোটেল-মোটেল ও রিসোর্টের কক্ষ এর মধ্যে শতভাগ বুকিং হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।হোটেল মালিকরা জানান, শারদীয় দুর্গোৎসব ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিনের টানা ছুটি চলছে। এ লম্বা ছুটিতে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হচ্ছেন। ফলে বরাবরের মতোই ভ্রমণপিপাসুরা অবকাশযাপনে দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারেই ছুটে এসেছেন। সবমিলিয়ে এবার পর্যটন মৌসুমের শুরুতেই লম্বা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল নামবে বলে আশা করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।তারা আরও জানান, মঙ্গলবার বিকেল থেকে দেশের বিভিন্ন এলাকা...