চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচে বার্সেলোনার মাঠে খেলতে নেমেছিল পিএসজি। এদিন শুরুতেই পড়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা।কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় ফরাসি জায়ান্টরা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে এই জয়ের নায়ক হয়ে ওঠেন পর্তুগিজ স্ট্রাইকার রামোস।বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে পিএসজির কাছে ২-১ ব্যবধানে হেরেছে বার্সেলোনা। প্রথমে তোরেস বার্সেলোনাকে এগিয়ে দেয়ার পর প্রথমার্ধেই সমতায় ফেরে পিএসজি। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে ফরাসি ক্লাবটিকে জয় এনে দেন পর্তুগিজ স্ট্রাইকার রামোস।এদিন ম্যাচে দ্বাদশ মিনিটে প্রথম সুযোগ পায় পিএসজি। কর্নারে হেড লক্ষ্যে রাখতে পারেননি ইল্লা জাবারনি। দুই মিনিট পর এই সেন্টার ব্যাকই বাঁচান দলকে। লামিনে ইয়ামালের দুর্দান্ত পাসে প্রথম ছোঁয়ায় গোলরক্ষককে কাটান তরেস।কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় জোরে শট নিতে পারেননি এই স্প্যানিশ ফরোয়ার্ড। গোললাইন থেকে ফেরান জাবারনি। ১৯তম মিনিটে...