০২ অক্টোবর ২০২৫, ১০:৩৩ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১০:৩৩ এএম শাহরুখ খানকে সর্বশেষ ফিল্ম-ফেয়ারের উপস্থাপনায় দেখা গিয়েছিল ২০০৮ সালে। অবশেষে ১৭ বছর অপেক্ষার পর চলতি বছর (২০২৫) ফিল্মফেয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপকের ভূমিকায় দেখতে পাওয়া যাবে বলিউড বাদশাহকে। গত মঙ্গলবার অর্থাৎ (৩০ সেপ্টেম্বর) ফিল্মফেয়ার আয়োজকরা ঘোষণা করেছেন, এই বছর মনীশ পাল এবং করণ জোহরের সঙ্গে মঞ্চ মাতাতে উপস্থাপনায় থাকবেন শাহরুখ খান। ফিল্মফেয়ার তাদের অফিসিয়াল ইন্স্ট্রাগ্রাম হ্যান্ডেলে এই আপডেট শেয়ার করেন। পোস্টে লেখা ছিল, দ্যা সুপারস্টার, দ্যা আইকন, শাহরুখ খান গুজরাট পর্যটনের সঙ্গে বহুল প্রতীক্ষিত ৭০ তম হুডা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২৫ - এর সহ আয়োজক হয়ে আসছেন, যা আগামী ১১ অক্টোবর আমেদাবাদের একা এরিনায় অনুষ্ঠিত হবে। তবে শাহরুখ এর আগেও বেশ কয়েকবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড উপস্থাপনা করেছেন। ২০২৩ সালে এবং...