বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। এবার বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা দক্ষিণের সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিসিবি নির্বাচন, রাজনৈতিক প্রভাব এবং বিএনপি নেতাদের ভূমিকা নিয়ে বিস্তারিত বক্তব্য দেন তিনি। ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, গত কয়েকদিন অনেক কিছু বলা হলেও, নির্বাচনকে প্রভাবিত না করার জন্য আমি কোনো পাবলিক প্ল্যাটফর্মে কথা বলিনি। আজ অল্প কিছু বলছি, কারণ সব খুলে বললে অনেকের পোশাক পর্যন্ত খুলে যেতে পারে। এই বক্তব্যে পরোক্ষভাবে তিনি বিসিবি নির্বাচন ঘিরে সরকারি প্রভাব, রাজনৈতিক পক্ষপাত এবং ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তারের ইঙ্গিত দেন। পোস্টে ইশরাক দাবি করেন, বিএনপির কিছু নেতার সন্তানরা বা পরিবারের সদস্যরা বিসিবিতে আসার চেষ্টা করেছেন...