নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে জুলিয়া রবার্টসের উপস্থিতি যেমন দৃষ্টি আকর্ষণ করেছে, তেমনই নজর কেড়েছে তার স্টাইলও। তিনি পরেছিলেন ভিভিয়েন ওয়েস্টউডের ব্লু-গ্রে ওয়াইড-লেগ স্যুট। আর তাঁর স্টেটমেন্ট ইয়াররিংস তৈরি করেছিলেন প্রখ্যাত ভারতীয় ডিজাইনার সব্যসাচি মুখার্জী। এই জুয়েলারি হাই জুয়েলরি কালেকশনের অংশ। যা ১৮ ক্যারেট সোনা, একোয়ারামিন এবং ইডি ভিভিএস ভিএস ডায়মন্ড দিয়ে তৈরি। ৬৩তম নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে আলিস টুলি হলে ‘অফটার দা হান্ট’ ছবির প্রিমিয়ারে অংশ নেন রবার্টস। তাঁর পরনে থাকা স্যুটের ব্লেজার এক বাটনের এবং বড় ল্যাপেলসহ, ড্রেস শার্টের ওপর পরা। ঢিলা ট্রাউজারগুলো এতটাই লম্বা যে জুতা ঢেকে দেয়। ফলে পুরো পোশাক যেন স্কার্ট-প্লাস-ব্লেজারের মতো লাগছে। এছাড়া পুরো স্যুটে ছোট ছোট লেখা প্রিন্ট করা থাকায় এটি স্টাইলিশ লুক দিচ্ছে। রবার্টসের টাইও ছিল বিশেষভাবে তৈরি, হালকা নীল রঙের। আর সেটির...