নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে রয়েছেন দুই শিশু ও তাদের বাবা-মা। বুধবার (১ অক্টোবর) রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইদ্রিসিয়া সড়কের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আহতরা হলেন- কুমুদ নাথ (৪৪), তার স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ওদ্রিবা (৮) ও ছেলে তূর্য (৩)। কুমুদ নাথ একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তিনি পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।আরও পড়ুনআরও পড়ুনঅগ্নিদগ্ধ শাহনাজের মৃত্যু, সেই নারী সুদি কারবারির ঘরে জনতার আগুন স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রান্নাঘরের গ্যাসের চুলার সুইচ খোলা থাকায় ঘরে...