বাংলার সংস্কৃতির এক অনন্য অংশ দুর্গোৎসব। এ উৎসব কেবল পূজা-অর্চনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে পড়ে জনজীবনের প্রতিটি কোণায়। ঢাকার মেরুল বাড্ডার নিমতলী মন্দির এলাকা এখন যেন মেলার শহরে পরিণত হয়েছে। পূজার আলোয় ভেসে যাচ্ছে আশেপাশের রাস্তাঘাট, আর উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছবি: মাহবুব আলম দুর্গাপূজাকে ঘিরে প্রতিদিনই জমছে মানুষের ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত মন্দির ঘিরে থাকছে নারী-পুরুষ, শিশু-কিশোর ও প্রবীণদের পদচারণা। ভক্তরা দেবী দুর্গার আরাধনায় অংশ নিতে আসলেও আশেপাশের সড়কগুলোতে গড়ে ওঠা দোকানপাট মেলাকে আরও বর্ণিল করে তুলেছে। মন্দিরের সামনে বসেছে নানান ধরনের অস্থায়ী দোকান। মিষ্টির দোকানে ছড়িয়ে পড়ছে গরম জিলাপির সুগন্ধ, নারকেলের নাড়ুর মিষ্টি স্বাদ, ছানার সন্দেশ কিংবা লাড্ডুর ঘ্রাণ। মুড়ি আর মুড়কির দোকানে ভিড় জমাচ্ছে কিশোর-যুবক থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত। রঙিন বেলুন, বাঁশির...