শিহাব ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর গ্রামের প্রবাসী সিরাজুল ইসলামের বড় ছেলে। ২০২৩ সালে স্থানীয় জায়লস্কর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ছোট ভাই ওয়ামিদ আহমেদ সায়েম মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ালেখা করছে। শিহাব শহীদ হওয়ার কয়েক মাস আগে তাঁর বাবা সিরাজুল ইসলাম সৌদি আরবে যান। শিহাবেরও ইচ্ছা ছিল বিদেশে গিয়ে পরিবারের হাল ধরবেন। এ জন্য পড়ালেখার পাশাপাশি মহিপাল প্লাজায় মোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ শিখছিলেন। ছেলে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি শিহাবের মা মাহফুজা আক্তার। সম্প্রতি তাঁর বাড়িতে গিয়ে ছেলের বিষয়ে কথা তুলতেই কেঁদে ওঠেন তিনি। আক্ষেপ করে বলেন, এক বছর অতিবাহিত হলেও মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। গুলিবর্ষণকারী সন্ত্রাসীরা কেউ ধরা পড়েনি। ছেলেকে হারানোর পর বিগত এক বছরে সরকারি–বেসরকারিভাবে বিভিন্ন অনুদান পেয়েছেন জানিয়ে মাহফুজা বলেন, সবকিছুর ঊর্ধ্বে...