ফরিদপুরের আলফাডাঙ্গায় শ্রী শ্রী হরি মন্দিরের মণ্ডপে ৫১টি সতীপীঠ নিয়ে ১৫১টি প্রতিমা তৈরি করা হয়েছে। এতে সনাতন ধর্মের চার যুগের দেব-দেবীদের জীবনকাহিনী তুলে ধরা হয়। এদিকে অনন্য এ প্রদর্শনী দেখতে হাজারো ভক্ত-দর্শনার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত মন্দিরে ভিড় করছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্ত হবে এবারের দুর্গাপূজা। তবে এ মণ্ডপের পূজা আগামী সোমবার (৭ অক্টোবর) পর্যন্ত চলবে। হরি মন্দির সার্বজনীন মন্দির কমিটি সূত্রে জানা গেছে, ভারত থেকে আসা পাঁচ জন প্রতিমা শিল্পী এখানে ৫১টি পীঠ নিয়ে মোট ১৫১টি প্রতিমা তৈরি করেছেন। সরেজমিনে দেখা যায়, মণ্ডপে ৫১টি পীঠ নিয়ে মোট ১৫১টি প্রতিমা তৈরি করা হয়েছে। এর মধ্যে তিনটি প্রতিমা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে। এক প্রতিমা ঢুলি-ঢোল বাজাবে, অন্যটি মোমবাতি জ্বালিয়ে আরতি দেবে। দুর্গার প্রতিমার পায়ের...