ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের অব্যাহত হামলায় মাত্র ২৪ ঘণ্টায় আরও ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) ভোর থেকে শুরু হওয়া স্থল ও বিমান অভিযানে ভয়াবহ এই হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার জায়তুন এলাকার আল-ফালাহ স্কুলে পরপর দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। বাস্তুচ্যুত কয়েকশ মানুষের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলটিতে হামলার সময় ব্যাপক প্রাণহানি ঘটে। হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষ উদ্ধার করতে গেলে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সদস্যরাও আরেক দফা হামলার শিকার হন। এতে অনেকে গুরুতর আহত হন, তাদের মধ্যে একজন পরবর্তীতে মারা যান। গাজা সিটি থেকে আল জাজিরার সাংবাদিক ইব্রাহিম আল-খলিলি জানান, প্রত্যক্ষদর্শীদের দাবি—“সিভিল ডিফেন্স দল উদ্ধার কাজ শুরু করার পরই ইসরায়েলি বাহিনী সরাসরি তাদের লক্ষ্য করে হামলা চালায়।” আল-আহলি আরব হাসপাতালের...