ক্রিকেট দুনিয়াজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ানো সাকিব আল হাসান ক্যারিয়ারের শেষ বেলায় এসে নতুন এক স্বাদ পেতে চলেছেন। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার প্রথমবার খেলবেন আইএল টি-টোয়েন্টিতে। তাসকিন আহমেদের জন্য এই দুনিয়া অনেকটাই অচেনা। তার সামনেও হাতছানি এই জগতে বিচরণের। আইএল টি-টোয়েন্টির নিলামে বুধবার সাকিবকে নিয়েছে এমআই এমিরেটস। ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে ৩৮ বছর বয়সী অলরাউন্ডারকে নিয়েছে দলটি। তাসকিনের ঠিকানা শারজাহ ওয়ারিয়র্জ। দুর্দান্ত ফর্মে থকা বাংলাদেশের পেসারকে ভিত্তিমূল্য ৮০ হাজার ডলারে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সংযুক্ত আরব আমিরাতের এই লিগে নিলামের আগেই ঠাঁই পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলে বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি পেসারকে নেওয়ার কথা গত অগাস্টেই জানায় দুবাই ক্যাপিটালস। সাকিব ৯ মৌসুম আইপিএলে খেললেও কখনও মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেননি। বিশ্বের অন্যান্য লিগেও এই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় কোনো দলে তার খেলা...