বঙ্গোসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটির নাম হবে 'শক্তি'। তবে এই গভীর নিম্নচাপের গতিপথ এখন ভারতের উড়িষ্যার দিকে যাচ্ছে। ফলে ঘূণিঝড়ে পরিণত হলেও তা ভারতের দিকেই যাবে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদফতর। এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে দেশেএ উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামীকাল পর্যন্ত থাকতে পারে। ঝড়ো হাওয়াসহ বৃষ্টির কারণে দেশের চার সমুদ্র বন্দরে ৩ এবং নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে আবহাওয়ার ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ তরীফুল নেওয়াজ কবীর বলেন, ‘নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপ আকারে ভারতের দিকে যাচ্ছে। এখনো এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এটা বলা...