দশমীর সাজে সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতা যোগ হোক। ছবি: সংগৃহীত আজ শুভ বিজয়া। এ দিন দেবী দুর্গা মর্ত্যে ছেড়ে কৈলাসে ফিরে যাবেন দোলায় চড়ে। আর দেবী দুর্গার বিদায়ের আগে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা। তারা দেবীর চরণের সিঁদুর নিয়ে নিজেদের রাঙিয়ে তুলবেন। অনেকেই এই দিনে সাজে সাবেকিয়ানা রাখতে চান। তবে সাবেকিয়ানার সঙ্গে একটু টুইস্ট যোগ সহজেই পেতে পারেন নতুন লুক। জানেন তো- শাড়ির সঙ্গে ব্লাউজের পরিবর্তে টপস এসে গেছে। এমনকি শাড়ির সঙ্গে আপনার টপকে স্বাচ্ছন্দ্যে মেলাতে পারবেন। শুধু তাই নয়, আপনি সহজেই শার্ট, টি-শার্ট এবং কুর্তির সঙ্গে ব্লাউজগুলো মিলিয়ে নিতে পারেন। আরও বিস্তারিত জেনে নিন।টার্টেল নেকটার্টল নেক ক্রপ টপ থাকলে শাড়ির সঙ্গে মিলিয়ে পরার চেষ্টা করুন। আপনি একটি সাধারণ টপের সঙ্গে একটি প্রিন্টেড শাড়ি মিলিয়ে নিতে পারেন।...