চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে শিরোপা খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল আর্সেনাল। তাই আবারও নতুন লক্ষ্য দিয়ে মৌসুম শুরু করেছে গানাররা। দুর্দান্ত ফুটবল খেলে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে আর্সেনাল। দ্বিতীয় ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ইংলিশ জায়ান্টরা। বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে এমিরেটস স্টেডিয়ামে একপেশে ম্যাচে ১২তম মিনিটে আর্সেনালকে লিড এনে দেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। এরপর প্রথম হাফে আর কোনো গোল হয়নি। দ্বিতীয় হাফেও এনের পর এক আক্রমণ করতে থাকে গানাররা। তবে নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে আর্সেনালের জয় নিশ্চিত করেন বদলি হিসেবে নামা বুকায়ো সাকা। এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দুই ম্যাচের দুইটিতে জয় পেল আঁটতেটার দল। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে তারা। এদিকে রাতের আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটিকে রুখে দিয়েছে...