বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ঘিরে ফের চরম উত্তেজনা। মনোনয়ন প্রত্যাহার না করা প্রার্থীদের হুমকি, ভারতীয় বোর্ডে অভিযোগ এবং ‘নির্বাচনে ফিক্সিং’ মন্তব্য— সব মিলিয়ে উত্তপ্ত দেশের ক্রিকেট প্রশাসন। বুধবার বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সরাসরি অভিযোগ করে বলেন, যারা মনোনয়ন প্রত্যাহার করেননি, তাদের উদ্দেশে হুমকি এসেছে— এমন কল রেকর্ড ও ডকুমেন্ট আমাদের কাছে আছে। বলা হয়েছে, নির্বাচন করলে ছয় মাস পর দেখে নেওয়া হবে। এটা জাতীয় নির্বাচন-পরবর্তী হুমকির মতো। তামিম ইকবাল অভিযোগ করেন, ‘মাঠের ফিক্সিং বন্ধের আগে বিসিবি নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন।’ এই বক্তব্যকে ‘ভয়ঙ্কর অসত্য’ দাবি করে উপদেষ্টা বলেন, আসলে ফিক্সিংয়ের চেষ্টা তারাই করেছে, ব্যর্থ হয়েছে বলে এখন অভিযোগ তুলছে। তামিম ইকবালের সঙ্গে বসার জন্য আমি প্রস্তুত— প্রয়োজন হলে নথিপত্র নিয়েই। আরও...