শরীয়তপুরে ৬ বছরের শিশু তায়েবার ক্লুলেস ও চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় আসামি গ্রেপ্তারসহ আলামত উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা। পুলিশ সুপার জানান, মামলাটিকে প্রাথমিকভাবে চ্যালেঞ্জিং মনে হলেও পুলিশি তৎপরতা ও গোয়েন্দা তদন্তের মাধ্যমে স্বল্প সময়ে হত্যার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। ইতিমধ্যে আসামি গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন—শেখ শরীফ-উজ-জামান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), তানভীর হোসেন পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল), জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। পুলিশ সুপার বলেন, শিশুহত্যার মতো নৃশংস ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ...