প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরের ‘সূর্য ক্লাব’ আয়োজিত জনপ্রিয় শিল্পী জেমসের সঙ্গীতানুষ্ঠান স্থগিত করা হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। পাশাপাশি তারা জানিয়েছেন, ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসন কেন অনুমতি দেয়নি, তা আমরা জানি না। এ বিষয়ে আয়োজকদের সঙ্গে কথা বলে দেখতে পারেন।কনসার্টের আয়োজক ‘সূর্য ক্লাব’-এর সভাপতি নাহিদ মাহবুব সানী ও সাধারণ সম্পাদক নাসিম রানা বাঁধন অভিযোগ করেন, স্থানীয় রাজনৈতিক চাপের কারণে প্রশাসন কনসার্টের অনুমতি দেয়নি। তাদের দাবি, মেহেরপুর জেলা বিএনপির একটি অংশ, এনসিপি ও জামায়াতে ইসলামীর আপত্তির কারণে জেমসের কনসার্টের অনুমতি দেওয়া হচ্ছিল না।বাঁধন জানান, তারা লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে কনসার্টের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। জেলা প্রশাসক তাদের বলেছিলেন, আমি নতুন...