তহবিল বরাদ্দের দ্বন্দ্বে নতুন অর্থবছরের প্রথম দিন থেকেই কার্যত অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার ছিল দেশটির অর্থবছরের শেষ দিন। কিন্তু বাজেট নিয়ে কংগ্রেসে সমঝোতা না হওয়ায় সিনেটে রিপাবলিকানদের আনা সাময়িক বরাদ্দ বিল শেষ মুহূর্তে প্রত্যাখ্যাত হয়। ৬০ ভোট প্রয়োজন হলেও বিলটি ৫৩-৪৭ ভোটে বাতিল হয়। ফলে বুধবার প্রথম প্রহর থেকে কার্যকর হয় শাটডাউন। এর ফলে অতি জরুরি সেবা ছাড়া সব সরকারি কার্যক্রম বন্ধ হয়ে গেছে। লাখ লাখ সরকারি কর্মচারীর বেতন আটকে যাবে। পুলিশ, সেনাবাহিনী, সীমান্তরক্ষী ও এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণকারীদের মতো গুরুত্বপূর্ণ খাতে কর্মীরা বেতন ছাড়াই কাজ চালিয়ে যেতে বাধ্য হবেন। শাটডাউন নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। রিপাবলিকানরা বলছে, ডেমোক্রেটদের অস্বচ্ছল অবস্থানের কারণেই এই অচলাবস্থা। মাত্র আটজন ডেমোক্রেটের সমর্থন পেলেই বিলটি পাস হতো। অন্যদিকে, ডেমোক্রেটরা অভিযোগ করেছে,...