শেষ বাঁশি বাজতেই নীরব হয়ে যায় লুইস কম্পানিস স্টেডিয়াম, উল্লাসে ফেটে পড়ে প্যারিসের সমর্থকরা। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচের যোগ করা সময়ে গনসালো রামোসের দুর্দান্ত গোলেই বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে দিল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। আর এই জয়ের মধ্য দিয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় বার্সার মাঠে টানা তৃতীয়বারের মতো জয় পেল ফরাসি জায়ান্টরা। যা আগে আর কোনো ক্লাবের হয়নি। এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল কাতালানরা। মাত্র ১৯ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ভিতিনহার ভুল পাস কাটিয়ে বল পায় লামিন ইয়ামাল। সেখান থেকে দারুণ সমন্বয়ে বল যায় পেদ্রির কাছে। তার ছোঁয়া থেকে পান মার্কাস র্যাশফোর্ড। আর শেষ পর্যন্ত চমৎকার স্লাইডিং ফিনিশে জালে পাঠান ফেরান তোরেস। এই গোলে নতুন এক ক্লাব রেকর্ডও গড়েন তোরেস। আর সেটা হলো টানা ৪৫ ম্যাচে...