ইসরায়েলি নৌবাহিনীর বাধা ও আটকের সকল প্রচেষ্টা সত্ত্বেও গাজা উপকূলের খুব কাছে পৌঁছে গেছে মানবিক সাহায্যবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে ভূমধ্যসাগরে অবস্থানকালে এই নৌবহর গাজা থেকে মাত্র ৫৯ কিলোমিটার পশ্চিমে ছিল। এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী ১৩টি জাহাজ আটক করেছে, যেগুলোতে ২ শতাধিক আরোহী ছিলেন। তবে এখনও ৩০টি জাহাজ গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এর হামলা সত্ত্বেও তারা গাজায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রখ্যাত ফটো সাংবাদিক শহীদুল আলম যে বোটে রয়েছেন, তার নাম ‘কনসায়েন্স’। এটি একটি তুর্কি বোট, যার সাথে তুর্কি ও আজারবাইজানীয় কর্মীরা জড়িত। এই বোটটি এখনও গাজা অভিমুখে তার যাত্রাপথে রয়েছে এবং এটি এখনও আইডিএফ দ্বারা আটক হয়নি। অন্য যেসব বোট যাত্রা করছে, সেগুলোকে আইডিএফ ড্রোন উড়িয়ে নজরদারি...