গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় ইসরায়েলের অভিযানকে ‘অবৈধ হামলা’ আখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তুরস্ক। সূত্র: আনাদোলু এজেন্সি। তুরস্কের প্রতিনিধি দল বুধবার (০১ অক্টোবর) ইসরায়েলের বাধা ও হামলার তীব্র নিন্দা জানায়। তারা বলেছে, আন্তর্জাতিক জলসীমায় নিরস্ত্র মানবিক সহায়তাকর্মীদের ওপর এ অভিযান ছিল অবৈধ হামলা। লিখিত এক বিবৃতিতে প্রতিনিধি দল জানায়, আলমা, সিরিয়াস ও আদারা নামের জাহাজগুলো স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি সেনারা অবৈধভাবে থামিয়ে তল্লাশি চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, অভিযানের আগে ইসরায়েল সচেতনভাবে জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করে এবং বিপদ সংকেত পাঠানোর প্রচেষ্টা আটকে দেয়। প্রতিনিধি দল জানায়, “কয়েকটি জাহাজ আটকানো হলেও গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এখনো গাজার উপকূল থেকে ৬০ নটিক্যাল মাইল দূরে রয়েছে এবং যাত্রা অব্যাহত রেখেছে। তারা বিশ্বের বিভিন্ন সরকার, রাষ্ট্রনেতা ও আন্তর্জাতিক...