মানুষ আল্লাহ তাআলার জিকির বা স্মরণ করবে। সব সময় তার তাসবিহ-তাহলিল তথা প্রশংসা করবে- এমনটি ইচ্ছা করেছেন সৃষ্টিকর্তা। কুরআনে মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ কর। (সুরা আহযাব : আয়াত ১৪) হাদিসে পাকে প্রিয়নবি জিকির-আজকারের গুরুত্ব ও অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। জিকিরের মধ্যে সবচেয়ে প্রিয় তাসবিহ বা জিকিরের বর্ণনাও করেছেন। হজরত আয়েশা (রা.) বলেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বদা জিকিরে থাকতেন। আমাদেরও উচিত তার উম্মত হিসেবে সর্বদা মহান আল্লাহর জিকিরে মশগুল থাকা। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ কর আমিও তোমাদেরকে স্মরণ করব এবং কৃতজ্ঞতা আদায় করো, অকৃতজ্ঞ হইয়ো না। (সুরা বাকারা: ১৫২) সুতরাং আমরা যখন আল্লাহর জিকিরে মশগুল হই তখন একথা স্মরণ করা কর্তব্য যে স্বয়ং আল্লাহ তাআলাও...