ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাওয়া আন্তর্জাতিক নৌবহর সুমুদ ফ্লোটিলায় হানা দিয়েছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক জলসীমায় এ হামলা চালিয়ে তারা জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়, জলকামান ছুড়ে আক্রমণ চালায় এবং দুই শতাধিক কর্মী ও মানবাধিকারকর্মীকে আটক করে। ঘটনাটি বিশ্বজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় তুলেছে। ফ্লোটিলা কর্তৃপক্ষ জানায়, গাজামুখী বহরে ৪০টিরও বেশি জাহাজ ছিল। তবে আটক হওয়া ১৩টি জাহাজের মধ্যে বিভিন্ন দেশের শতাধিক নাগরিক রয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরায়েলের পদক্ষেপকে “ভীতি প্রদর্শন ও জবরদস্তি”আখ্যা দিয়েছেন। তিনি বলেন, গাজায় খাদ্য ও জীবনরক্ষাকারী সামগ্রী নিয়ে যাওয়া নিরস্ত্র বেসামরিক নাগরিকদের বাধা দিয়ে ইসরায়েল মানবতার প্রতি চরম অবজ্ঞা করেছে। আটক হওয়া জাহাজগুলোতে ১২ জন মালয়েশীয় নাগরিকও আছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে “ফ্যাসিবাদী ও সামরিকতাবাদী নীতি”র বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে। তারা জানিয়েছে,...