নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের অন্যতম কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি তাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পদে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগে কোম্পানিটি ইসি হোল্ডিংস লিমিটেডের (ইসিএইচএল) সাথে যৌথভাবে একটি বাণিজ্যিক জমি ক্রয় করবে। কোম্পানির পরিচালনা পর্ষদ গত ৩০ সেপ্টেম্বর এই বড় বিনিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করেছে, যা একটি মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। গুলশান এভিনিউয়ে বাণিজ্যিক জমিটি কিনতে প্রতিষ্ঠান দুটি মোট ২১৪ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগ করবে। এর মধ্যে এমজেএল বাংলাদেশ মোট বিনিয়োগের ৫০ শতাংশ, অর্থাৎ ১০৭ কোটি ১০ লাখ টাকা দেবে। বাকি ৫০ শতাংশ বিনিয়োগ করবে ইসি হোল্ডিংস লিমিটেড। কোম্পানিটি তাদের ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যেই এই বিশাল অংকের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে। এমজেএল বাংলাদেশ মূলত ইস্টকোস্ট গ্রুপ এবং রাষ্ট্রায়ত্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের যৌথ...