শুরুর দফায় দল না পাওয়ার হতাশা কাটিয়ে শেষ মুহূর্তে আইএলটি২০ নিলামে নিজের দল খুঁজে পেলেন সাকিব আল হাসান। বাংলাদেশি এই অলরাউন্ডারকে দলে নিয়েছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন এমআই এমিরেটস। তার দাম ধরা হয়েছে ৪০ হাজার মার্কিন ডলার। নিলামে নিজের দল পেয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদও। শারজা ওয়ারিয়র্সে নাম লেখানো এই পেসারকে কিনেছে দলটি ৮০ হাজার মার্কিন ডলারে, যা সাকিবের চেয়ে দ্বিগুণ। ২০২৩ সালে যাত্রা শুরু হলেও এবারই প্রথম আইএলটি২০–তে অনুষ্ঠিত হয়েছে নিলাম। নিলামের শুরুতে সবচেয়ে বেশি ভিত্তিমূল্যের খেলোয়াড় ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তার দাম ধরা হয়েছিল ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ দেখা যায়নি, ফলে অশ্বিন অবিক্রীত রইলেন। একইভাবে পাকিস্তানের সাইম আইয়ুবও প্রথম ড্রাফটে দল পাননি। প্রথম ড্রাফটে দলে নামতে না পারা খেলোয়াড়দের জন্য...