পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী দলের নেতা-কর্মীদের দমনপীড়নে অগ্রণী ভূমিকা পালন করে যাত্রাবাড়ী থানার এসআই মোর্শেদ আলম পান ২০২৪ সালে সেরা অফিসার পদক। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জুলাই বিপ্লবের বিরোধী হিসেবে টার্গেট ব্যক্তিকে হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ২৬ লাখ টাকা আদায়ের। এ বিষয়ে ২৪ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তরে আইজিপিস কমপ্লেইন মনিটরিং সেলে এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন ভুক্তভোগীর বোন মোসা. নাসিমা আক্তার মুন্নি। অভিযোগ থেকে জানা গেছে, একটি হজ এজেন্সির মালিক আলহাজ মো. নজরুল ইসলাম খান ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন লিল্লাহ বোর্ডিং, মাদরাসা ও এতিমখানার খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এজন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর ওঠাবসা ও সুসম্পর্ক থাকলেও কোনো রাজনৈতিক পরিচিতি ছিল না বা তিনি কোনো দলের নেতা-কর্মী নন। সম্প্রতি...