গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ মরগানা ইসরায়েলি নৌবাহিনীর নজর এড়াতে সক্ষম হয়েছে এবং বর্তমানে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বহরের বাকি নৌযানগুলোও গাজার উদ্দেশে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) ফ্লোটিলা কর্তৃপক্ষ এক্স বার্তায় এ তথ্য জানিয়েছে। পোস্টে একটি ম্যাপের ছবি সংযুক্ত করেছে সংগঠনটি। এতে দেখানো হয়েছে, মরগানা জাহাজটি গাজার কতটা কাছাকাছি রয়েছে। এদিকে, ভূমধ্যসাগর হয়ে গাজার দিকে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌ-যানকে ইসরায়েলি নৌবাহিনী আটক করেছে। এসব নৌ-যান থেকে ৩৭টি দেশের দুই শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক জানান, গ্রেপ্তার যাত্রীদের মধ্যে স্পেন থেকে ৩০, ইতালি থেকে ২২, তুরস্ক থেকে ২১ এবং মালয়েশিয়া থেকে ১২ জন রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি নৌ-সেনারা জাহাজগুলোয় উঠে স্বেচ্ছাসেবীদের...