‘আমাদের কাছে কিছু কল রেকর্ডও আছে। যেখানে বলা হয়েছে যদি ইলেকশন (ক্রিকেট বোর্ডের নির্বাচন) করেন ৬ মাস পরে পরিণতি দেখে নিব। ইঙ্গিতটা হচ্ছে জাতীয় নির্বাচন হওয়ার পর আপনাকে দেখে নিব যদি নির্বাচন করেন।’এমনটি বলেছেন- অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির নির্বাচনে সরকারের হস্তক্ষেপ এবং নির্বাচন ফিক্সিং করার অভিযোগ জানিয়েছেন তামিম। তামিমের নির্বাচন নিয়ে ফিক্সিংয়ের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যমুনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টা আসিফ বলেছেন, ‘ফিক্সিংটা তামিম ভাইরাই করার চেষ্টা করেছেন, করতে ব্যর্থ হয়েছেন। বিএনপির সভাপতি, সেক্রেটারিদের উনাদের পক্ষ থেকে কল দিয়ে বলা হয়েছে কাউন্সিলরদের, ডিসিদেরকেও ধমক দেওয়া হয়েছে। অনেক...