বিদায়ের সুর বেজে উঠেছে শারদীয় দুর্গাপূজায়। ভক্তদের অশ্রুভেজা আবেগে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হবে পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসব। প্রতিবারের মতো এবারও প্রতিমা বিসর্জনের জন্য রাজধানীর ১০টি ঘাট নির্ধারণ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীর ২৫৪টি পূজামণ্ডপের প্রতিমা বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর এসব ঘাটে বিসর্জন দেওয়া হবে। ঘাটগুলো হলো- বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট, নবাববাড়ি ঘাট, লালকুঠি ঘাট, তুরাগের ধউর ঘাট, মিল ব্যারাক ঘাট, পোস্তগোলা শ্মশান ঘাট, আমিনবাজার ব্রিজ ঘাট, বসিলা ব্রিজ ঘাট ও বালু নদের কয়েতপাড়া ঘাট। তবে সবচেয়ে বেশি প্রতিমা বিসর্জন হবে বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট ও নবাববাড়ি ঘাটে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, প্রতিমা বিসর্জন ঘিরে মোতায়েন থাকবে সাড়ে ৪ হাজার পুলিশ সদস্য। এ ছাড়াও অতিরিক্ত আরও প্রায়...