ব্রাজিল জাতীয় দলের আসন্ন প্রীতি ম্যাচগুলোকে সামনে রেখে দল ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। বুধবার ঘোষিত দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। তবে নেইমার জুনিয়র এবারও জায়গা পেলেন না। গত সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে বিশ্রামে ছিলেন ভিনিসিয়ুস। অন্যদিকে এই মৌসুমে মাদ্রিদের হয়ে নিয়মিত না খেলায় দলে জায়গা পাননি রদ্রিগো। তবে এবার দুজনকেই রেখেছেন কোচ। এদিকে নেইমার এই দলে জায়গা পাননি। অক্টোবর ২০২৩ থেকে জাতীয় দলের বাইরে আছেন তিনি। ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার বাম পায়ের উরুতে চোট পেয়েছেন এবার। যার ফলে নভেম্বরের আগে ফিরতে পারবেন না বলে জানা গেছে। দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদের আরেক খেলোয়াড় এদের মিলিতাও। নতুন চমক হিসেবে ডাক পেয়েছেন নটিংহ্যাম ফরেস্টের ফরোয়ার্ড ইগর হেসুস। ইংলিশ ক্লাবে যোগ দেওয়ার পর মাত্র...