০২ অক্টোবর ২০২৫, ১০:২৭ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১০:২৮ এএম কুমিল্লার দাউদকান্দি পৌর সদরের তুজারভাঙ্গা থেকে বাড়াগাঁও সড়কে বৃষ্টির পানি জমে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তা তলিয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়ছেন কয়েক গ্রামের হাজারও মানুষ। সরেজমিনে দেখা যায়, তুজারভাঙ্গা গ্রামের মোল্লাবাড়ি, সরকার বাড়ি ও কালু বেপারীর বাড়ির শত শত মানুষ প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন। এছাড়া আশপাশের ৫–৬টি গ্রামের হাজার হাজার মানুষও চলাচল করেন এই সড়ক দিয়ে। বৃষ্টি হলেই রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ, ড্রেন না থাকায় পানি দ্রুত নিষ্কাশন হয় না, ফলে দুর্ভোগ বাড়ছে দিন দিন। তুজারভাঙ্গা গ্রামের বাসিন্দা ও পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেল ইনকিলাবকে বলেন, প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। কিন্তু ড্রেন...