০২ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ১০:৫৮ এএম মেহেরপুরের গাংনীর পুরাতন মটমুড়া এলাকার বাঁশবাগান থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত কন্যা নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বাঁশবাগান থেকে নবজাতকটিকে উদ্ধারকারী আনসার সদস্য ইমরান হোসেন বলেন, মটমুড়ার একটি বাঁশ বাগানে কান্নাকাটি করা অবস্থায় অজ্ঞাত এক কন্যা সন্তানকে জীবিত অবস্থায় উদ্ধার করে আমি নিজের কোলে করে কন্যা শিশুটিকে হাসপাতালে নিয়ে যাই। গতকাল বুধবার দিবাগত রাত ২:৩০মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দুনিয়া থেকে বিদায় নিল এটা ভাবতে আমার ভেতর কেঁদে উঠছে।আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মটমুড়া ইউনিয়নের তিন নং...