বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন নিয়ে নাটকীয়তা জমে উঠেছে রীতিমতো। বুধবার জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ বিএনপিপন্থী প্রার্থীদের অনেকেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মনোনয়ন প্রত্যাহার করে। তামিম তো দাবিই করে বসেছেন, এই নির্বাচন নাকি বিসিবির ইতিহাসে কালো অধ্যায় রচনা করেছে। তারই প্রতিবাদস্বরূপ সরে দাঁড়িয়েছেন সবাই। তবে তাদের এই অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।আরও পড়ুনআরও পড়ুনযে কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল তিনি আবার পালটা অভিযোগ এনেছেন, বিসিবি নির্বাচন নিয়ে নাকি ভারতের কাছেও অভিযোগ করেছেন কেউ। অজ্ঞাত সেই ব্যক্তি ফোনকলে বিরাট কোহলিকে জানিয়েছেন তার অভিযোগ। কোহলি নাকি সেটা জানিয়েছেন গৌতম গম্ভীরসহ আরও অনেকের কাছে। ক্রীড়া উপদেষ্টা গতকাল যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘কেউ একজন ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ দিয়েছে এবং...